ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া থানায় এক সাংবাদিকসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আবুল কাশেম নামে এক বিপণন কর্মকর্তা।

রোরবার (৭ জানুয়ারি) দুপুরে অনিক ফিডের এরিয়া ম্যানেজার কাশেম বাদী হয়ে পেকুয়া থানায় এ অভিযোগ করেন। কাশেম কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মৃত কালামিয়ার ছেলে।

আবুল কাসেম অভিযোগ করেন, পেকুয়া সদরের বটতলীয়া পাড়ায় গত ৩ জানুয়ারি গতিরোধ করে নাজিম, সাকের ও সবুজ নামে তিন যুবক তাকে মারধর করে। এ সময় পিস্তল বের করে তাকে ভয় দেখায় তারা।  

‘এ সময় মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ’

সুস্থ হয়ে রোববার দুপুরে পেকুয়া থানায় একটি এজহার দায়ের করা হয় বলে জানান তিনি।  

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বাংলানিউজকে বলেন, প্রাথমিক তদন্তে ছিনতাইয়ের ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় পেকুয়া সদরের বিলহাছোরা গ্রামের আশরাফ মিয়ার ছেলে নাজিম উদ্দিনসহ ৩ যুবক জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। নাজিম নিজেকে সাংবাদিক পরিচয় দেন।  

যোগাযোগ করা হলে অভিযুক্ত নাজিম উদ্দিন বলেন, এই অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না।  

পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সফওয়ানুল করিম বলেন, নাজিম প্রেসক্লাব কিংবা কোনো সাংবাদিক সংগঠনের সদস্য নয়।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
টিটি/আরআইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।