ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বিস্ফোরক দ্রব্যসহ আটক ৩ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
সিলেটে বিস্ফোরক দ্রব্যসহ আটক ৩  বিস্ফোরক দ্রব্যসহ আটক তিনজন

সিলেট: সিলেটে বিস্ফোরক দ্রব্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। 

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকেরা হলেন-উপজেলার হালাবাদি গ্রামের এতিম আলীর ছেলে ইব্রাহীম (৪০), সোনারতন গ্রামের মো. কাহিরের ছেলে মো. আশিক (১৯), একই গ্রামের হরজাইল আলীর ছেলে রায়হান (২০)।

 

সোমবার (৮ জানুয়ারি) র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৯’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটকদের কাছ থেকে ১৫টি নীল রংয়ের পলিব্যাগ ভর্তি কাগজে মোড়ানো ৩শ’ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাদা তারসমেত ৩শ’ টি ইলেকট্রিক ডেটোনেটর ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিস্ফোরক দ্রব্যগুলো এতই উচ্চ ক্ষমতাসম্পন্ন যার ১০টি দ্বারা ২/৩ তলা একটি স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়া সম্ভব।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটকেরা জানায়, বিস্ফোরকগুলো সীমান্তবর্তী এলাকার কয়লা খনিতে ব্যবহৃত হয়। একই জাতীয় বিস্ফোরক আগে আটককৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকের সঙ্গে হুবহু মিল রয়েছে।  

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং তাদের পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।