ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ২৫০ জেলের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
বাগেরহাটে ২৫০ জেলের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ বাগেরহাটে ২৫০ জেলের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ

বাগেরহাট: বাগেরহাটে ২৫০জন জেলের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)। 

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোরেলগঞ্জ স্টেশনে লাইফ জ্যাকেটগুলো জেলেদের হাতে তুলে দেন নৌবাহিনীর ক্যাপ্টেন এম মিনারুল হক।

কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরি, কোস্টগার্ড মোংলা স্টেশন কমান্ডার ক্যাপ্টেন মোস্তফা কামাল, মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, মোংলা কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট হায়াত ইবনে সিদ্দিক, পেটি অফিসার আলমগীর কবির প্রমুখ।

 

সমুদ্রে মাছ ধরার জন্য মোংলা, শরণখোলা, বাগেরহাট সদর, কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার পাঁচ নারী জেলেসহ ২৫০ জেলেকে এ জ্যাকেট দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।