ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
রূপগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মারুফ হোসেন মুন্না নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মুন্না উপজেলার মদিনাবাগ কান্দাপাড়া এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে।

দশম শ্রেণির এ স্কুলছাত্রী বাংলানিউজকে জানান, শনিবার (০৬ জানুয়ারি) ওই স্কুলছাত্রীর প্রেমিক শহীদুল তাকে তেতলাবো বাজারে এসে দেখা করতে বলেন। পরে সন্ধ্যায় সে শহীদুলের সঙ্গে দেখা করতে আসে। এসময় শহীদুল ও তার সহযোগী কাউসার, জয় ও শাওন একটি গাড়িতে করে তাকে কান্দাপাড়া মারুফ হোসেন মুন্নার বাড়িতে নিয়ে আটকে রাখেন। পরে রাতে তাকে গণধর্ষণ করা হয়।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।