ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

সুস্থ হয়ে ফিরেছে কুড়িয়ে পাওয়া সেই শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
সুস্থ হয়ে ফিরেছে কুড়িয়ে পাওয়া সেই শিশু কুড়িয়ে পাওয়া সেই শিশুর নাম রাখা হয়েছে 'জান্নাত নুর'/ ছবি: বাংলানিউজ

ফেনী: সুস্থ হয়ে ফিরেছে ফেনী সদর হাসপাতালের সিঁড়ির নিচে কুড়িয়ে পাওয়া ঠোটকাটা, তালু ফাটা সেই শিশু।

সোমবার (৮ জানুয়ারি) ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিশুটির চিকিৎসক প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন’ এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।  

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, সহ-সভাপতি ডা. দেলোয়ার হোসেন, ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম চন্দ্র সাহা, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, কুড়িয়ে পাওয়া শিশুটির পরিচর্যাকারী স্বেচ্ছাসেবক মঞ্জিলা আক্তার মিমি।
 
সংবাদ সম্মেলনে ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, যুক্তরাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠান স্মাইল ট্রেন ও ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ ইউথ সোসাইটির বিশেষ সহযোগিতায় শিশুটি সুস্থ হয়ে উঠেছে। সমাইল ট্রেন প্রতিষ্ঠানটির পক্ষে থেকে শিশুটির ঠোট ও তালুর অপারেশন করেন ডা. বিজয় কৃষ্ণ দাস।  

শিশুটির পরিচর্যাকারী ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ এর সংগঠক মঞ্জিলা আক্তার মিমি জানান, তারা শিশুটির নাম দিয়েছে জান্নাত নুর।
  
ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, ফেনী সদর হাসপাতালের পুরাতন ভবনের সিঁড়ির নিচ থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা। এরপর ২৫ ডিসেম্বর ‘স্মাইল ট্রেন’ ও ওই ক্যান চেঞ্জ এর সহযোগিতায় ঢাকার কেয়ার হাসপাতালে নিয়ে ঠোট অপারেশন করা হয়।  

তিনি জানান, নির্দিষ্ট বয়সের পর তারা তালুসহ অন্য ত্রুটি গুলোও অপারেশনের মাধ্যমে সারানো হবে। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ইতোমধ্যে নয় দম্পতি আবেদন করেছে। শিগগিরই জেলা প্রশাসনের সহযোগিতায় আইনি প্রক্রিয়ায় তাকে নতুন মা-বাবার কোলে তুলে দেওয়া হবে।  

** ২ মাসের শিশুকে ফেলে পালালো স্বজনরা

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।