ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন কেক কেটে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ১০ জানুয়ারি (বুধবার) জাতীয় দৈনিক কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন দেশের প্রধান শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহানের ছেলে ওয়ালিদ সোবহান।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের কনফারেন্স হলে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।  

এ সময় কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিকগুলোর প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।



বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।