ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

স্বজনের অপেক্ষায় নির্ঘুম রাত  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
স্বজনের অপেক্ষায় নির্ঘুম রাত   বিমানবন্দরের বাইরে স্বজনদের অপেক্ষা। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: দীর্ঘদিন পর বাবা অথবা ছেলে, ভাই, মামা কিংবা চাচা দেশে ফিরছেন। তাই রাতভর জেগে হেঁটে-বসেই বিমানবন্দরের বাইরে কাটিয়ে দিচ্ছেন স্বজনরা। আপনজনের সঙ্গে দেখা হলেই উবে যাবে নির্ঘুম রাতের কষ্ট।

বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাত ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গিয়ে এমনটাই দেখা গেছে।  

সরেজমিনে দেখা যায়, শীতের তীব্রতা উপেক্ষা করে শত শত মানুষ অপেক্ষা করছেন স্বজনদের ফেরার।

কখন আসবে তাদের ফ্লাইট। কোনো একটা ফ্লাইট আসার খবর পেলেই তাদের চোখ টার্মিনালের গেটের দিকে।  

স্থানীয় সময় রাত দেড়টার দিকে সৌদি আরব থেকে একটি প্লেন অবতরণ করেছে। ইমিগ্রেশনের কাজ-কর্ম শেষ করে একে একে বেরিয়ে আসছেন যাত্রীরা। কেউ বা লাগেজের অপেক্ষায় রয়েছেন। এরমধ্যে আবার ব্যাগ-পত্র নিয়ে বের হয়ে এলেন কেউ কেউ।  

আর তাদের দেখেই বাইরের রেলিংয়ের পাশ থেকে নাম কিংবা সম্বোধন করে চিৎকার দিচ্ছেন অপেক্ষমান স্বজনেরা। তাদের চোখে যেনো মিলনের ঝিলিক। শীতের নির্ঘুম রাতের কোনো আলামতই নেই চোখে-মুখে।  

বিমানবন্দর চত্বরে রেলিংয়ের বাইরে নাতিকে নিয়ে বসে আছেন ব্রাহ্মণবাড়ীয়া সদরের বাসিন্দা আবদুল খালেক। ছেলের জন্য অপেক্ষা করছেন তিনি।  

জানালেন, ছেলে আসছে সৌদি আরব থেকে। তাই সন্ধ্যা থেকেই অপেক্ষা করছেন তারা। অনেক দিন পর বাবা দেশে ফিরছে বলে শীতের মধ্যে জবুতবু হয়ে বসে আছে তার আটবছর বয়সী নাতিও।  
 
বিমানবন্দরের বাইরে স্বজনদের অপেক্ষা।  ছবি: শাকিল/বাংলানিউজরেহান মিয়া, বয়স ২৫ এর কোটায়! তিনিও দাঁড়িয়ে আছেন রেলিং ধরে। দৃষ্টি ছোট গেট দিয়ে আন্তর্জাতিক টার্মিনালের ভেতরে। আপনার কে আসছেন? জিজ্ঞাসা করতেই বললেন, ভাই আসছে সৌদি আরব থেকে। তাই সন্ধ্যার পরই গাড়ি নিয়ে তার অপেক্ষায় আছি।  

‘দেড়টার দিকে ফ্লাইট অবতরণ করেছে। এখন ইমিগ্রেশনের ফরমালিটিজ। এরপরই বাড়ির পথে রওনা দেবো। ’
 
দুই তরুণী দাঁড়িয়ে আছেন ফুল নিয়ে। রাতে ফুল হাতে কেন? জানতে চাইলে তাদের উত্তর, বোনের জন্য অপেক্ষা করছি। বিদেশ থেকে আসছে সে। তাই ফুল দিয়ে বরণ করে নেবো।
 
এদিকে ঘুম নেই বিমানবন্দরের বাইরে দাঁড়ানো গাড়ি চালকদের চোখেও। টার্মিনালের গেট দিয়ে বেরিয়ে এলেই হাঁক ছাড়েছেন! তবে খুব একটা যাত্রী পেয়েছে এমন চালক পাওয়া গেলো না।
 
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।