ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
সোনাইমুড়ীতে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে শাকিল (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শাকিল উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল হাশেমের ছেলে।

সে স্থানীয় ছাত্রলীগের কর্মী ছিলো বলে জানা গেছে। আটকরা হলেন- রাসেল ও আরমান।

নিহত শাকিলের বন্ধু জাহিদ আলম অভি বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে দেওটি বাজারে আজগরসহ ৭-৮ জনের একদল সন্ত্রাসী শাকিলকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।