ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় শিশু ধর্ষণের ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
লোহাগড়ায় শিশু ধর্ষণের ঘটনায় আটক ১

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু (দেড় বছর) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার মরিচপাশা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শিশুটি বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ১৭ নং বেডে চিকিৎসা নিচ্ছে।

আটক ব্যক্তির নাম লোকমান সরদার (৪৫)। তিনি মরিচপাশা গ্রামের মৃত আবুল সরদারের ছেলে।

শিশুর মা অভিযোগ করে বলেন, মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে মৃত আবুল সরদারের ছেলে লোকমান সরদার (৪৫) অন্যদিনের মতো আজও আমার মেয়েকে কোলে নিয়ে ঘরের বাইরে যায়। হঠাৎ মেয়ের কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরের পেছনে গিয়ে দেখি লোকমান নেই। আমার মেয়ে একা মাটিতে শুয়ে কান্নাকাটি করছে। কোলে নিয়ে দেখি তার গোপণাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। মেয়ের অবস্থা বেগতিক দেখে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুজ্জামান রাশেদ বলেন, প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। পরীক্ষা নিরিক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।