ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

‘মিয়ানমারের সঙ্গে সম্পর্ক টক হয়ে গেছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
‘মিয়ানমারের সঙ্গে সম্পর্ক টক হয়ে গেছে’ বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী/ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্র নীতি 'বন্ধুত্ব সবার সঙ্গে, শত্রুতা কারো সঙ্গে নয়।’ কিন্তু রোহিঙ্গা ইস্যুটি আমাদের সম্পর্ক টক করে দিয়েছে। বিশেষ করে মিয়ানমারের সঙ্গে।

বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত 'বিশ্ব পরিস্থিতির পরিবর্তন: বাংলাদেশের পররাষ্ট্র নীতি' বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা বলেন।

তিনি বলেন, গোটা বিশ্ব সাক্ষী ২০১৭ সালে কীভাবে নির্যাতিত হয়ে সাড়ে ছয় লাখ মানুষ মাত্র তিন মাসে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এখন দেশে অবস্থান করছে দশ লাখ মিয়ানমারের অধিবাসী।

‘বিশ্বে শান্তি নিশ্চিত করতে বাংলাদেশ ভূমিকা রেখে যাচ্ছে। তার মধ্যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে বাংলাদেশ।  ভারতের সঙ্গে সম্পর্ক এক অনন্য উচ্চতায় গেছে। কিন্তু ঘনিষ্ট প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সম্পর্ক টক হয়ে গেছে। নানা কূটনৈতিক চাপের পর ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদোতে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ সমঝোতা স্মারক সই হয়। ’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  পাশে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম/ছবি: বাংলানিউজপররাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়ে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আগের অবস্থায় ফিরে আসবে। ২০১৭ সালকে জাতিসংঘ মহাসচিব শান্তির বছর ঘোষণা করেছিলেন। কিন্তু সবচেয়ে বেশি সন্ত্রাসী আক্রমণ হয়েছে এ বছরেই।

‘সৌদি আরব মুসলিম বিশ্বকে বরাবরের মতোই নেতৃত্ব দিয়েছে। জলবায়ু সংকটে কার্যকরী ভূমিকা নিতে নেতৃত্ব দিয়েছে ফ্রান্স। বিশ্ব অব্যাহতভাবে বদল হচ্ছে। তাই নতুন সমুদ্রসীমানা, আঞ্চলিক সহযোগিতা ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, জাপান, চীন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হবে। মানবাধিকার রক্ষায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে বাংলাদেশের সম্মান বেড়েছে। ’

বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিআইআইএসএস এর চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ এবং মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
কেজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।