ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ঘুষের টাকাসহ আটক কর্মকর্তা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
যশোরে ঘুষের টাকাসহ আটক কর্মকর্তা রিমান্ডে

যশোর: যশোরে ঘুষের দুই লাখ টাকাসহ আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উপ পরিচালক (ডিডি) নাজমুল কবিরকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে যশোরের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. শাহিনুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১) সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ০৩ জানুয়ারি যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে অফিস চলাকালীন সময়ে অভিযান পরিচালনা করে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। এ সময় যশোরের নাভারণের একটি মদের দোকানের লাইসেন্স নবায়ণের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ পরিচালক নাজমুল কবির ঘুষের দুই লাখ টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা করে দুদক।

পরে আদালতের নির্দেশে নাজমুল কবিরকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
ইউজি/ওএইচ/

** ঘুষের টাকাসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।