ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নবম বছরে কালের কণ্ঠ, জেলায় জেলায় নানা আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
নবম বছরে কালের কণ্ঠ, জেলায় জেলায় নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নবম বছরে পা দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। বুধবার (১০ জানুয়ারি) আলোচনা সভা, সম্মাননা, কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে জেলায় জেলায় কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

হবিগঞ্জ: এ উপলক্ষে সকালে পত্রিকার পাঠক ফোরাম শুভ সংঘ হবিগঞ্জ প্রেসক্লাবে শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া অনুষ্ঠানের আয়োজন করে।

শুভ সংঘ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নাট্যকার রুমা মোদকের সভাপতিত্বে ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

মৌলভীবাজার: সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

মাদারীপুর: সকাল ১১টার দিকে মাদারীপুর প্রেসক্লাবে এক আনন্দঘন পরিবেশে পালিত হয় দেশের বহুল প্রচারিত দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকী। ‘আংশিক নয় পুরো সত্য’ এ স্লোগানে অষ্টম বর্ষ অতিক্রম করলো পত্রিকাটি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমখাগড়াছড়ি: কৃতি শিক্ষক সংবর্ধনা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে কালের কন্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

লক্ষ্মীপুর: এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

ফেনী: ফেনীতে কালের কন্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছয় গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।  

সম্মাননাপ্রাপ্তরা হলেন- আজীবন সম্মাননা নুরুল করিম মজুমদার সম্পাদক সাপ্তাহিক হকার্স, সাংবাদিকতায় আবু তাহের নিজস্ব প্রতিবেদক প্রথম আলো, সমাজসেবায় ডা. সাহেদুল ইসলাম কাওসার সভাপতি আনোয়ার-সাজেদা হেলথ কেয়ার ক্লিনিক, শিক্ষায় ইস্তেয়ারা খানম প্রধান শিক্ষক আতাতুর্ক মডেল প্রাইমারি স্কুল দাগনভূঞা, সেরা সাংস্কৃতিক সংগঠন- ফেনীর ঢোল, লোকজ ও আঞ্চলিক গানের চর্চা কেন্দ্র ও ক্রীড়ায় রিয়াজ উদ্দিন রবিন জেলা কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দুপুরে জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।