ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কলেজ অব ফিজিসিয়ানস বিল পাস

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
কলেজ অব ফিজিসিয়ানস বিল পাস

সংসদ ভবন থেকে: বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস বিল-২০১৭ নামে একটি আইন পাস হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) রাতে জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। যদিও বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্য বিলটি যাচাই-বাছাইয়ের প্রস্তাব দেন এবং তার পক্ষে যুক্ত তুলে ধরেন।

 

তবে আলোচনা শেষে বিলটি পাসের প্রস্তাব কণ্ঠভোটে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর সর্বাধিক সদস্যের সম্মতিতে বিলটি পাস হয়।

বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া প্রতিষ্ঠান নিয়েই আজ আইন করতে যাচ্ছি। চার বছর ধরে নিরবচ্ছিন্নভাবে বেসরকারি হাসপাতালগুলো উন্নত করার চেষ্টা করছি। যেসব বেসরকারি হাসপাতালের নিজস্ব ক্যাম্পাস, পাঠাগার, শিক্ষক নেই- সেসব প্রতিষ্ঠানের ছাত্র নিয়োগ বন্ধ করে দিয়েছি। অনেক চাপ আসে, কিন্তু আমি কারও কাছে মাথানত করিনি। সেবা প্রতিষ্ঠান মেডিকেল কলেজকে কোনোভাবেই আমি বাণিজ্যিকভাবে ব্যবহার হতে দেবো না। এ সংস্কার কাজ চালাতে তিনি সব সংসদ সদস্যসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন।  

বিলটির কারণ উদ্দেশ্য সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস আইন জারি করা প্রয়োজন। এ আইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হবে। সময়ের প্রয়োজনে এবং প্রশাসনিক কারণে আইনটি জারি করা প্রয়োজন বিধায় বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসকে/এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।