ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৪টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র।

জানা গেছে, ভোরের দিকে কুয়াশা বাড়তে শুরু করলে পদ্মার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসে।

এ সময় নৌ পথে দিক নির্ণয় করতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

এদিকে সকালে কুয়াশা আরো বাড়লে ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলে লঞ্চঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, অতিরিক্ত কুয়াশার কারণে ভোর পাঁচটা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।