ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইতিহাসের এই দিনে

স্বামী বিবেকানন্দের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
স্বামী বিবেকানন্দের জন্ম স্বামী বিবেকানন্দ। ছবি-সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১২ জানুয়ারি, ২০১৮, শুক্রবার। ২৯ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৮৬৬
- যুক্তরাজ্যের লন্ডন শহরে রয়েল অ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ - জাঞ্জিবার অভ্যুত্থান শুরু।

২০০১ - ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড রিসোর্টে ডাউন টাউন ডিজনি উদ্বোধন করা হয়।

২০০৪ - বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ আরএমএস কুইন মেরি-২ প্রথমবারের মতো যাত্রা শুরু করে।

২০০৫ - কেপ কানাভেরাল থেকে নভোযান ডিপ ইম্পেক্ট উৎক্ষেপণ করা হয়।

২০০৬ - সৌদি আরবের মিনায় মুসলমানদের বৎসরিক তীর্থ হজের আবশ্যকীয় কাজ ‘শয়তান-কে পাথর নিক্ষেপ’ করার সময় হুড়োহুড়িতে ৩৬২ জন নিহত।

২০১০ – হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে আনুমানিক তিন লাখ নিহত ও রাজধানী পোর্ট-অউ-প্রিন্স অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়।

জন্ম
১৭২৯
- এডমান্ড বার্ক, আইরিশ লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ, এবং দার্শনিক।

১৮৬৩ - স্বামী বিবেকানন্দ, সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। স্বামী বিবেকানন্দ কলকাতার উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শন প্রচারে প্রধান ভূমিকা নিয়েছিলেন। অনেকে উনিশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ভারতে বিবেকানন্দকে ‘বীর সন্ন্যাসী’ নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।

১৯২১ - আবদুল গণি হাজারী, বাঙালি কবি ও সাংবাদিক।

১৯৫৬ - নিকোলাই নস্কভ, রুশ সংগীতশিল্পী।

 

মৃত্যু

১৬৬৫ - পিয়ের দ্য ফের্মা, সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ।

১৮২৯ - ফ্রিড্‌রিশ ফন শ্লেগেল, জার্মান কবি।

১৯৩৪ - তারকেশ্বর দস্তিদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৭২ - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু-সাহিত্যিক ও সাংবাদিক।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এনএইচটি/এএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।