ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান বাড়ির সামনে র‌্যাবের অবস্থান । ছবি- জি এম মুজিবুর

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পেছনেই রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি ছয় তলা বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব।র‌্যাব সদস্যরা বাড়িটি চারদিক থেকে ঘিরে রেখেছেন। ভবনের ৫তলার একটি ফ্ল্যাটে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রবেশ করেছেন।

জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে ও গুলি করে। র‌্যাবও জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে গুলি চালায়।

এসময় বেশ  কয়েকজন জঙ্গি হতাহত হয়। দুজন র‌্যাব সদস্যও আহত হয়েছেন।

র‌্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান বাংলানিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত মধ্যরাতের পর র‌্যাবের এই অভিযান শুরু হয়। ১৩/১ রুবী ভিলা নামের ৬ তলা বাড়িটি ঘিরে আছেন র্যাব সদস্যরা।

তিনি জানান, বাড়ির ভেতরে কয়েকজন জঙ্গি হতাহত হয়েছে বলে তারা নিশ্চিত। গোপন সংবাদের ভিত্তিতে ৬ তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে বলে তারা জানতে পারেন। রাত ২টার পর অভিযান চালাতে গেলে বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে জঙ্গিরা গুলিবর্ষণ করে ও গ্রেনেড ছুড়ে মারে। র্যাব সদস্যরা  পাল্টা গুলি ছুড়লে একাধিক জঙ্গি হতাহত হয়।
দুই র্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে ভেতরে কতজন জঙ্গি নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি এই র্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়:০৭৪৮ ঘণ্টা,জানুয়ারি ১২, ২০১৮/আপডেট ০৮২৩/০৮৪৩ ঘণ্টা
এজেডএস/পিএম/এসজেএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।