ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন আহমেদ ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মেজবাহ উদ্দিন আহমেদের বাবা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ওরফে নান্নু মিয়া (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন) ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) জুম্মা নামাজের পর বাসুদেব ঈদগাহ ময়দানে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ বাসুদেব গ্রামের গোরস্থানে দাফন করা হয়।  

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুণ অর রশিদ ও সদর উপজেলা কমান্ডার আবু হোরায়রাহ শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।