ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় মাইক্রোবাস উল্টে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
ভাঙ্গায় মাইক্রোবাস উল্টে নিহত ২ ভাঙ্গায় মাইক্রোবাস উল্টে নিহত ২

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের ড্রাইভার মোশাররফ হোসেন (৪০) ও যন্ত্রশিল্পী ওয়াহিদ সুজাত (৩৫)।

আহতরা হলেন- নিমাই ও দিপক। তারা সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের গানের দলের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, ভারত থেকে একটি অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে নকুল কুমার বিশ্বাসের গানের দলের শিল্পীরা ঢাকায় ফিরছিলেন। তারা ভাঙ্গার ভদ্রকান্দায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোশাররফ ও ওয়াহিদ নিহত হন। গুরুতর আহত অবস্থায় নিমাই ও দিপককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।