ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে শিশু ধর্ষণ-হত্যা মামলায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
গুরুদাসপুরে শিশু ধর্ষণ-হত্যা মামলায় গ্রেফতার ২ গ্রেফতারকুত নাঈম ও নাজমুল

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুরের বিলসা এলাকায় ৭ বছরের শিশু খাদিজাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ভাই নাঈম ও নাজমুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্পে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কমান্ডার শিবলী মোস্তফা জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগরীর আম চত্বরের একটি ছাত্রাবাস থেকে নাঈমকে গ্রেফতার করা হয়।

পরে নাঈমের দেওয়া তথ্য অনুযায়ী তার বড়ভাই নাজমুলকে গাজীপুরের একটি কারখানা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইভাই খুবজিপুরের বিলসা এলাকার মোশারফ হোসেন ভক্তির ছেলে। পরে অভিযুক্ত দুইজনকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

২০ ডিসেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুরের বিলসা এলাকার মনিরুল ইসলামের ৭ বছরের মেয়ে খাদিজা নিখোঁজ হয়। ২২ ডিসেম্বর পার্শ্ববর্তী একটি দিঘি থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে সে সময় জানায় পুলিশ।

এ ঘটনায় ২২ ডিসেম্বর রাতে নিহত খাদিজার বাবা মনিরুল ইসলাম গ্রেফতাকৃত নাঈম ও নাজমুলসহ ৬ প্রতিবেশীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।