ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বিজয়নগরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, দুপুরে উপজেলার আদমপুর এলাকার জাকিরের উত্তর দুয়ারি মুদি দোকান থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আদমপুর এলাকার মস্ত মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৩৩) এবং একই এলাকার মোশাররফ আলীর ছেলে মো. তামিম (২২)।

নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আদমপুর এলাকার জাকিরের উত্তর দুয়ারি মুদি দোকানে অভিযান চালিয়ে জাকির ও তামিমকে আটক করা হয়। এসময় মুদি দোকান থেকে ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।