ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
ইজতেমায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ২

ঢাকা: টঙ্গীর তুরাগ তীর থেকে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ইজতেমায় আগত মুসল্লিদের কাছ থেকে চাঁদাবাজি করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নাঈম ও জুবায়ের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) তাপস কুমার দাস বাংলানিউজকে বলেন, নদীপথে লঞ্চ ও নৌকাযোগে ইজতেমায় আগত মুসল্লিদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) নামে ভুয়া রশিদ তৈরি করে মুসল্লিদের কাছ থেকে চাঁদা দাবি করছিল তারা।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের পর তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে উল্লেখ করে তাপস কুমার দাস বলেন, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। এই চক্রের আরও সদস্য পলাতক, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসজেএ/ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।