ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
আশুলিয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

ঢাকা: অসুস্থ অবস্থায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে এক কিশোরীকে (১৪) উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কিশোরীটি গণধর্ষণের শিকার হয়েছে- এমন ধারণা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে থানা নিয়ে আসেন স্থানীয়রা।  

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, থানায় আনার পর প্রথমে স্থানীয় একটি ক্লিনিক, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ২০২ কেবিনে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।