ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে বহুতল ভবনের বেসমেন্টে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
মগবাজারে বহুতল ভবনের বেসমেন্টে আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস কর্মীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মগবাজারে একটি পাঁচতলা ভবনের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

 

 

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে মগবাজার চৌরাস্তায় এলাকায় একটি পাঁচতলা ভবনে এ আগুন লাগে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।