ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ পৌরসভা কার্যালয়ে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ঝিনাইদহ পৌরসভা কার্যালয়ে চুরি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা চুরির ভিডিও থেকে ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভা কার্যালয়ের সাতটি কক্ষের তালা ভেঙে ডকুমেন্টসহ নগদ টাকা চুরি হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পৌরসভার সচিব আজমল হোসেন বাংলানিউজকে বলেন, অফিসের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় দেখা গেছে, রাত ২টায় মুখে মানকি টুপি পড়ে তালা ভেঙে পৌরসভা কার্যালয়ে চোর ঢুকে।

এসময় কাগজপত্র তছনছ করে অফিসের ৪৫ হাজার টাকা ও কর্মকর্তা-কর্মচারীদের ২ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে তিনি বলেন।
 
পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু বাংলানিউজকে বলেন, অফিসের অনেক ডকুমেন্টসহ নগদ টাকা চুরি হয়েছে। আমি অফিসের কাজে ঢাকায় রয়েছি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে বলেন, সকালে পৌর কর্মকর্তা-কর্মচারীরা অফিসে গিয়ে চুরির বিষয়টি টের পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নমুনা উদ্ধার করে।

পুলিশ তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।