ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ‘চৌধুরী ফাতেমা বেগম’ পৌর অডিটোরিয়ামের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
শিবচরে ‘চৌধুরী ফাতেমা বেগম’ পৌর অডিটোরিয়ামের উদ্বোধন ‘চৌধুরী ফাতেমা বেগম’ পৌর অডিটোরিয়ামের উদ্বোধনকালে বক্তব্য রাখছেন খন্দকার মোশাররফ হোসেন।

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ‘চৌধুরী ফাতেমা বেগম’ পৌর অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অডিটোরিয়ামটির উদ্বোধন করেন। সাত কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ অডিটোরিয়ামে সাড়ে ৫০০ আসনের ব্যবস্থা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী, কাজী ফিরোজ রশিদ এমপি, প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ।

এরপর মন্ত্রী শিবচর বাসস্ট্যান্ড উদ্বোধন, শেখ রাসেল শিশুপার্ক ও একটি খেলার মাঠের গ্যালারির ভিত্তিপ্রস্তর উদ্বোধনসহ একাধিক উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।