ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই পথে ফেরি চলাচল শুরু হয়।   বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া।

তিনি জানান, সকাল ৯টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়। সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হলেও স্পিডবোট চলাচল ব্যাহত আছে।

এর আগে শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে কুয়াশার পরতে থাকলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এরপর ওই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এএটি

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।