ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে প্লেন ওঠা-নামা স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
শাহজালালে প্লেন ওঠা-নামা স্বাভাবিক  ফাইল ফটো

ঢাকা: ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন অবতরণ-উড্ডয়ন শুরু হয়েছে। 

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার পর বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের একটি ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। এরপর থেকে অভ্যান্তরীণ রুটে প্লেন চলাচল শুরু হয়।

 

এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন রুটের ফ্লাইটগুলো উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

এর আগে অতিরিক্ত কুয়াশার কারণে ভিজিবিলিটি (দৃশ্যমান) না থাকায় শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে প্লেন ওঠা-নামা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আহম্মেদ বাংলানিউজকে জানান, কুয়াশা কমে যাওয়ায় ভিজিবিলিটি (দৃশ্যমান) বেড়েছে। সকাল ১১ টা থেকে অভ্যন্তরীণ রুটে প্লেন ওঠা নামা শুরু হয়েছে।  

গত কয়েকদিন ধরেই কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে প্লেন ওঠা-নামায় বিঘ্ন হচ্ছে। ফ্লাইট অবতরণ ও উড্ডয়নে বিলম্ব হওয়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।  

** ঘন কুয়াশায় ঢাকায় প্লেন ওঠা-নামা বন্ধ

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসআইজে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।