ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ফুলবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক আটক এনামুল হক

দিনাজপুর: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জয়নগর শর্মিলা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মো. এনামুল হক (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্যরা।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।  

আটক এনামুল জেলার বিরামপুর উপজেলার দাউদপুর চন্ডীপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

 

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক এনামুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ২শ’ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।