ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নাখালপাড়া জঙ্গি আস্তানায় নিহত একজনের পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
নাখালপাড়া জঙ্গি আস্তানায় নিহত একজনের পরিচয় মিলেছে নাখালপাড়ার জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযান (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে একজনের পরিচয় মিলেছে।

ফিংগার প্রিন্টের সঙ্গে জাতীয় পরিচয় পত্রের তথ্য মিলিয়ে জানা যায়, নিহতদের একজনের নাম মেজবা উদ্দিন। তার বাবার নাম এনামুল হক, মাতা তাহমিনা আক্তার।

তার বাড়ি কুমিল্লা জেলায়।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এমরানুল হাসান বলেন, আস্তানায় জাহিদ নামে দু’টি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্র দু’টিতে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় তাৎক্ষণিকভাবে সঠিক পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয় এবং পরিচয়পত্রটি ভুয়া বলে ধারণা করা হয়।

কিন্তু কথিত জাহিদের ফিংগার প্রিন্ট একটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলে যায়। প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মেজবা উদ্দিন।

তিনি আরো বলেন, প্রকৃত পরিচয় অনুযায়ী তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তারা ঢাকা আসলে মরদেহ শনাক্ত করতে নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসজেএ/পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।