ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে জুয়ারির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ত্রিশালে জুয়ারির মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে সজীব (২০) নামে এক জুয়ারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার (১২ জানুয়ারি) অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই বিল থেকে ছয় জনকে আটক করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জুয়ারি পালিয়ে যায়। তাদের মধ্যে ওই তরুণ বিলে ঝাপ দেয় বলে জানিয়েছে স্থানীয়রা।

অনেক খোঁজাখুঁজি পরে রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।