ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে চা শ্রমিক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
কমলগঞ্জে চা শ্রমিক খুন

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে মানিক লাল উড়াং (৩২) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অপর চা শ্রমিক বাবলু উড়াং গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দেওরাছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

নিহত মানিক লাল উড়াং উপজেলার দেওরাছড়া চা বাগানের গঞ্জু উড়াং এর ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত বাবলু উড়াং একই এলাকার পরিমল উড়াং এর ছেলে। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন বাংলানিউজকে জানান, এরা উভয়ে মদ্যপান করে মাতাল অবস্থায় মারামারি করছিল। একপর্যায়ে একটি দা দিয়ে তারা এক অপরকে কোপাতে থাকে। পরে ঘটনাস্থলে মানিক লালের মৃত্যু হয়। এ ঘটনায় বাবলু উড়াং গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।