ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় মামলা

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) ইউনুছ চৌধুরীর ভাই সরেওয়ার চৌধুরী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

বসতবাড়িতে হামলা, ইউনুছকে অপহরণ ও হত্যাচেষ্টা এবং মারধর করে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভপাত ঘটানোর অভিযোগে মগনামা ইউপির বর্তমান চেয়ারম্যান শরাফত উল্লাহ্‌ ওয়াসিমকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।

এছাড়া মামলায় আরও ৩৬ জনকে আসামি করা হয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মগনামা ইউপির কালারপাড়ার মৃত ইদ্রিসের ছেলে আনছার (৪৫) ও একই পাড়ার আবু তাহেরের ছেলে জহির আলম (৩৫)।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।