ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে সেলিম আল দীন স্মরণ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
সোনাগাজীতে সেলিম আল দীন স্মরণ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: নাট্যাচার্য সেলিম আল দীনের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে তার পৈতৃক ভিটায় আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

চরদরবেশ ইউনিয়ন ও এভারগ্রিন সকার ক্লাব এ স্মরণ সভার আয়োজন করে।

চরদরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান জহিরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন- সেলিম আল দীন সেন্টারের সাংগঠনিক সম্পাদক রাজিব সরোয়ার, আলোকিত সোনাগাজীর সম্পাদক শেখ আব্দুল হান্নান, নির্বাহী সম্পাদক মোতাহের হোসেন ইমরান, চরদরবেশ ইউনিয়নের মুক্তিযোদ্বা কমান্ডার আবুল কাশেম, চরদরবেশ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি হক সাব প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেলিম আল দীন সেন্টারের সাধারণ সম্পাদক কুদরাত-ই-খুদা পিকাসো।

উল্লেখ্য, ১৯৪৯ সালে ১৮ আগস্ট ফেনীর সোনাগাজিতে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তার হাত ধরেই ১৯৮৬ সালে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। ২০০৮ সালের ১৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রোত্তরকালের শ্রেষ্ঠ এ নাট্যকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।