ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে।

রোববার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন কাঁঠালবাড়ী ফেরি ঘাটের দায়িত্বরত সিনিয়র টার্মিনাল সুপারিনটেন্ডেন্ট মো. জাহিদ।

তিনি বাংলানিউজকে জানান, রাতে কুয়াশা বাড়তে থাকায় দিকনির্ণয়ে ব্যর্থ হয়ে চলাচলরত কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।

পরে দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কাঁঠালবাড়ী ফেরি ঘাটে তিনটি ফেরি পরিবহন লোড করে কুয়াশা কমার অপেক্ষায় রয়েছে।
দীর্ঘসময় ফেরি পারাপার বন্ধা থাকায় ঘাটে সৃষ্টি হয়েছে পরিবহনের দীর্ঘ লাইন।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।