ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে ১১ দিন পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আশুগঞ্জে ১১ দিন পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ১১ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় মো. রিফাত (৭) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার খড়িয়ালা গ্রামের মনির মেম্বরের বাড়ির বাথরুমের ছাদ থেকে তার বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। রিফাত ওই গ্রামের বাহার মিয়ার ছেলে।

 

এ ঘটনায় বরগুনা জেলার পাথরঘাটার সিদ্দিকুর রহমানের ছেলে সোহাগ মিয়া (২৪) ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়ার আনসার আলীর ছেলে সোলায়মানকে (২২) আটক করা হয়েছে।  

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বাংলানিউজকে জানান, ৫ জানুয়ারি নিখোঁজ হয় রিফাত। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে ৭ জানুয়ারি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এরপর মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে মনিরের বাড়িতে অভিযান চালিয়ে রিফাতের মরদেহ পাওয়া যায়।  

তিনি আরো জানান, এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।