ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশা আর শীতে বিপর্যস্ত পটুয়াখালীর জনজীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কুয়াশা আর শীতে বিপর্যস্ত পটুয়াখালীর জনজীবন পটুয়াখালীতে কুয়াশায় মোড়া চারপাশ-ছবি-বাংলানিউজ

পটুয়াখালী: পৌষের শেষ সপ্তাহ থেকে মাঘের শুরু জুড়ে দক্ষিণের জনপদ পটুয়াখালীতে জেঁকে বসেছে শীত। পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলার উপকূলীয় এলাকায় কনকনে শীতের সঙ্গে বয়ে যাওয়া হিমেল হাওয়া মানুষকে বিপর্যস্ত করে ফেলেছে। স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। 

সকালে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলেছে দেরিতে। আর এতে বেশি ভোগান্তিতে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে নিউমোনিয়া, হাঁচি-কাশি, জ্বরসহ ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আর এসব রোগে আক্রান্তদের মধ্যে সিংহভাগই রয়েছে শিশু আর বয়স্করা।

এসব রোগ থেকে বাঁচতে সব সময় গরম পোশাক পরার পাশাপাশি রোগে আক্রান্ত হলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন সদর হাসপাতালের ডা. দাস রনবীর।

এদিকে তীব্রতা বাড়ায় শীতের পোশাকের বাজারে বিক্রি বেড়ছে। ভ্যান গাড়িতে করে সস্তায় শীতের কাপড় বিক্রি জমে উঠেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পটুয়াখালীতে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে পৌষের শেষদিকে পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুল রহমান জানান, বরিশালে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের থেকে তাপমাত্রা উন্নতির দিকে যাচ্ছে।  

বাংলা‌দেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়া‌রি ১৫, ২০১৮
এমএস/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।