ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
নাটোরে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

নাটোর: নাটোরের বড়াইগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টা দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- বড়াইগ্রাম উপজেলার দাসগ্রাম এলাকার নবীর উদ্দিনের ছেলে ফিরোজুল (৩০) ও মৃত মঙ্গেনী জোয়ার্দ্দারের ছেলে আফেজ উদ্দিন (৪৩)।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিউকিটর অ্যাডভোকেট শাহজাহান কবির বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার তেলো গ্রামের এক গৃহবধূ পার্শ্ববর্তী গ্রামে দুই সন্তানকে নিয়ে বোনের বাড়িতে যাচ্ছিলেন। এসময় আফেজ উদ্দিন ও ফিরোজুলসহ অজ্ঞাত ৩/৪ জন ওই গৃহবধূকে ধরে কয়েনজলা এলাকার একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। এরপর দিন ওই গৃহবধূ বাদি হয়ে বড়াইগ্রাম থানায় আফেজ উদ্দিন ও ফিরোজুলসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানী ও বাদিসহ সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিকেলে আদালতের বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।