ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের গোবিন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কালু (৩৫) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ১৫ যাত্রী। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী জানান, ভেড়ামারা থেকে একটি বাস কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে মহাসড়কের গোবিন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কালু নামের বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যায়।

এসময় আহত হয় বাসের ১৫ যাত্রী।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।