ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে নাজমুন নাহার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমলা কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুন নাহার ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে নাজমুন নাহার বাড়ির ছাদ থেকে পার্শ্ববর্তী গাছে পাতা কাটতে গিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।