ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ থেকে কর্মী নেবে মরিশাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বাংলাদেশ থেকে কর্মী নেবে মরিশাস মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও রিশাসের মন্ত্রী হন শোদেশ সাতকাম ক্যালিসুর্ন / ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে মরিশাস। স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) সকালে মরিশাসের পোর্ট লাউসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে বৈঠককালে সাক্ষাৎকালে সফররত মরিশাসের মন্ত্রী হন শোদেশ সাতকাম ক্যালিসুর্ন এ আগ্রহের কথা জানান। 

বৈঠকে নুরুল ইসলাম বলেন, আমাদের কর্মীরা খুবই আন্তরিক ও পরিশ্রমী। তারা অল্প সময়ে যে কোনো দেশের ভাষা রপ্ত করতে পারে।

আমাদের পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও আধাদক্ষ কর্মী রয়েছে, চাহিদা অনুযায়ী অল্প সময়ের মধ্যে মরিশাসে কর্মী পাঠানো সম্ভব।  

এ সময় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য মরিশাসের মন্ত্রী হন শোদেশকে আহ্বান জানান তিনি।  

বাংলাদেশের কর্মীদের আন্তরিকতার বিষয়ে মুগ্ধ মরিশাসের মন্ত্রী বলেন, আমরা অধিকহারে বাংলাদেশ থেকে কর্মী নিতে চাই। বর্তমানে মরিশাসে সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশের।  

বৈঠকে কর্মী পাঠানো নিয়ে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে একমত হয় উভয় দেশ।

এ সময় প্রবাসী কল্যাণ  ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. মোহসিন চৌধুরী, উপ সচিব মো. যাহিদ হোসেন, মরিশাসে অবস্থিত শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব মো. অহিদুল ইসলাম ও দ্বিতীয় সচিব বিদুশ চন্দ্র বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সৌজন্য সাক্ষাতের কথা। ১৪ থেকে ২০ জানুয়ারি মরিশাস ও সেশেলস দ্বীপপুঞ্জ সফর করছে বাংলাদেশ প্রতিনিধিদল।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
পিআর/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।