ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবী সমিতির নির্বাচনে মজিদ সভাপতি, সংগ্রাম সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আইনজীবী সমিতির নির্বাচনে মজিদ সভাপতি, সংগ্রাম সম্পাদক

মাগুরা: মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আব্দুল মজিদ সভাপতি ও সাজিদুর রহমান সংগ্রাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) মাগুরা বার ভবনে জেলা আইনজীবী সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির ১৫টি পদে নির্বাচিত অন্যরা হচ্ছেন-সহ সভাপতি শামসুল আলম, যুগ্ম সম্পাদকের দু’টি পদে ফরিদ হোসেন ও নুরুজ্জামান শাহিন।

কোষাধ্যক্ষ অমিত মিত্র, আডিটর আনোয়ার জাহিদ, লাইব্রেরিয়ান আইয়ুব হোসেন, সাহিত্য ওজেদা সিদ্দিকী। সদস্য পদে-মশিউর রহমান, জাহাঙ্গীর হোসেন, রওশন আরা বিউটি, আবু মুসা, মিতা খাতুন ও দেব্রত শিকদার নির্বাচিত হয়েছেন।

এবার দলীয়ভাবে প্যানেল ঘোষিত হয়নি। তবে সভাপতি-সম্পাদকসহ নির্বাচিতরা অধিকাংশই আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সঞ্জিদ বিশ্বাস এ ফলাফল নিশ্চিত করেন।    

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।