ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আটকে আছে ময়মনসিংহ বিভাগের জমি অধিগ্রহণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আটকে আছে ময়মনসিংহ বিভাগের জমি অধিগ্রহণ ময়মনসিংহ বিভাগ। ছবি- সংগৃহীত

ময়মনসিংহ: প্রয়োজনীয় টাকা বরাদ্দ না পাওয়ায় আটকে আছে ময়মনসিংহ বিভাগের নতুন শহর প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণের কাজ। ফলে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দুই বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতারা। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তারা নিজেদের ক্ষোভের কথা জানান।

 

জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। দেশের অষ্টম বিভাগ হিসেবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এ বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেয়। এর ঠিক এক মাসের মাথায় ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশিত হয়।  

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অফিস, রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সবকিছুই চলছে অস্থায়ী কার্যালয়ে। এরই মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠন করা হলেও এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি।  

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের ওপারে নতুন বিভাগীয় শহর প্রতিষ্ঠার জন্য ভূমি অধিগ্রহণ, দ্বিগুণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যয়ের জন্য গত বছরের জুলাইতে ৬ হাজার ৩’শ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রীকে চিঠি দেন জনপ্রশাসনমন্ত্রী।  

সূত্র মতে, প্রাথমিকভাবে জমি অধিগ্রহণের জন্য ৩ হাজার ৩’শ কোটি টাকা নির্ধারণ করে জেলা প্রশাসন। এ বিষয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে একাধিকবার আলোচনায় বসে জেলা ও বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। কিন্তু স্থানীয়রা জমি অধিগ্রহণের বিরোধিতা করায় এ বিষয়টির এখনও কোনো সুরাহা হয়নি।  

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র আরও জানায়, যাদের জমি অধিগ্রহণ করা হবে তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন বাবদ আরও ৩ হাজার কোটি টাকার প্রয়োজন। ফলে মোট ৬ হাজার ৩শ কোটি টাকা বরাদ্দ চেয়ে জনপ্রশাসনমন্ত্রী অর্থমন্ত্রীকে ৬ মাস আগে চিঠি দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।  

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, জমি অধিগ্রহণসহ সবকিছুর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রীকে টাকা বরাদ্দের জন্য চিঠি দিয়েছে। কিন্তু টাকা বরাদ্দ না হওয়ায় জমি অধিগ্রহণ কাজ আটকে আছে। তাছাড়া জমি অধিগ্রহণের বিরুদ্ধে স্থানীয় লোকজনও বিক্ষোভ করছেন। আলোচনা করে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।  

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তার দাবি, টাকা বরাদ্দ না পেলেও ময়মনসিংহ বিভাগের কার্যক্রম থেমে নেই। বরং সবধরনের কার্যক্রমই চলছে। অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় বরাদ্দ দিলেই জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণসহ সবধরনের কাজ শুরু হবে।  

এদিকে, ময়মনসিংহ বিভাগের দৃশ্যমান অগ্রগতি সাধিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতারা।  

এ সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম বাংলানিউজকে বলেন, ময়মনসিংহ বিভাগীয় শহর গড়ে তুলতে অর্থ মন্ত্রণালয় অবিলম্বে এ টাকা বরাদ্দ করবে বলে আমরা আশাবাদী। কোনো ব্যতিক্রম ঘটলে যেভাবে বিভাগ পেয়েছি, একইভাবে এ টাকা আদায় করা হবে।  

এ বিষয়ে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বাংলানিউজকে বলেন, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দের টাকা অর্থ মন্ত্রণালয় যেন দ্রুত ছাড় করে এ বিষয়টি আমি জাতীয় সংসদে তুলে ধরবো।  

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা করেছেন। তিনি এ অঞ্চলের কোটি কোটি মানুষের প্রাণের দাবি পূরণ করেছেন। আমি বিশ্বাস করি তিনিই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।  

বাংলাদেশ সময় ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮ 
এমএএএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।