ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুয়েটের শিক্ষা সফরের বাস থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কুয়েটের শিক্ষা সফরের বাস থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ মিদুল ট্যুরস এর জব্দ হওয়া দু'টি বাস/ ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষা সফরের দুটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বাসের চালক ও হেলপারসহ চারজনকে আটক করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে জানান, কুয়েটের ৭০জন শিক্ষক-শিক্ষার্থীসহ মিদুল ট্যুরস এর দুটি বাস ৪ জানুয়ারি রাঙ্গামাটি, সেন্টমার্টিন ও খাগড়াছড়িতে শিক্ষা সফরে যায়।

সোমবার বাস দুটি খুলনায় ফিরে আসার কথা।

খুলনার ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজসে বাস দু’টির চালক ও হেলপার ইয়াবার চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা বাস টার্মিনালের মোড়ে দুটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক ও হেলপারসহ চারজনকে আটক করা হয় এবং বাস দু’টি জব্দ করা হয়েছে।  

পরে বাস থাকা শিক্ষক-শিক্ষার্থীদের গন্তব্যে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মমতাজুল।
 
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।