ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে ভেজাল পটাশ সার জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ডোমারে ভেজাল পটাশ সার জব্দ, জরিমানা

নীলফামারী: বালু, ইটের গুড়া ও রং মিশ্রিত একশ’ বস্তা ভেজাল পটাশ সার জব্দ করা হয়েছে। এসময় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্র্যাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য তাসকিনা বেগমের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ফাতিমা অভিযান চালিয়ে এ ভেজাল সার জব্দ করেন।
 
উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল বলেন, ওই ভেজাল সারের বস্তাগুলো একটি ট্রাক্টরে করে হরিণচড়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য তাসকিনা বেগমের স্বামী ওবায়দুর রহমান বিক্রির জন্য নিজের বাড়িতে নিয়ে আসছিলেন।

কিন্তু ট্রাক্টরটি তাদের বাড়ির সামনে এলে কয়েকটি বস্তা পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানি লাল হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগে দ্রুত ইউএনওসহ আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ভেজাল সার জব্দ করি। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে ভেজাল সারের ব্যবসা করে কৃষকদের প্রতারণা করছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।