ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পিকআপের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
চাঁদপুরে পিকআপের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রীর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালক।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় পাঁচানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মফিজুল (৪৫), অনিক সরকার (২৪), মো. আলমগীর (৫০)।

আহত অটোরিকশা চালক নুরুল হক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব থানার উপ পরিদর্শক (এসআই) শোবল বাংলানিউজকে জানান, সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে মতলব উপজেলা থেকে চাঁদপুর আসছিল।  

পথে উপজেলার পাঁচানি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।  এতে অটোরিকশার তিনযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অটোরিকশার চালকও আহত হয়েছেন।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহত চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।  

তিনি বলেন, ঘাতক পিকআপভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।