ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপজেলার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বাংলানিউজকে জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের ওপরে উঠে যায়।

এ সময় পেছন থেকে আরো কয়েকটি বাস তাতে চাপা দেয়। এতে ১২ থেকে ১৫ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, আহত সবাই আশঙ্কামুক্ত। ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।