ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইয়াবাসহ বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
রূপগঞ্জে ইয়াবাসহ বিক্রেতা আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭নং ওয়ার্ডের মৃত হাবু শিকদারের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, সোহেল মিয়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।