ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিআরপি-বাঁচতে শেখাকে ৫০ লাখ টাকা দিলেন বিজি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
সিআরপি-বাঁচতে শেখাকে ৫০ লাখ টাকা দিলেন বিজি চেয়ারম্যান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন সংস্থা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি) ও স্বেচ্ছাসেবী সংস্থা বাঁচতে শেখা’কে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (বিজি) চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মিডিয়া হাউজে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের হাতে এ অর্থের চেক তুলে দেওয়া হয়।
 
‘আর্তমানবতার সেবায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান’ শীর্ষক ওই অনুষ্ঠানে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালোরি এ টেইলর ও বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চেক গ্রহণ করেন।


 
প্রতিষ্ঠান দু’টির প্রত্যেককে ২৫ লাখ টাকা করে অনুদান দিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
অনুষ্ঠানে চেক হস্তান্তর করছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।                                          ছবি: শাকিল/বাংলানিউজ

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজি চেয়ারম্যান বলেন, আমি ব্যক্তিগতভাবে আত্মপ্রচারে সন্তুষ্ট নই। কর্মেই আমার প্রচার। তবে এই প্রচারের মাধ্যমে দেশের অন্যান্য ব্যবসায়ীরাও অনুপ্রাণিত হবেন বলে আশা করি।
 
কেরানীগঞ্জে ৫০০ শয্যা বিশিষ্ট ‘বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে’র কথা উল্লেখ করে আহমেদ আকবর সোবহান বলেন, প্রতিদিন হাজার-হাজার রোগী স্বল্পমূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন ওই হাসপাতালে। একজন প্রসূতি মা পাঁচদিন হাসপাতালে থাকছেন মাত্র চার হাজার টাকায়।  

‘এই মেডিকেল কলেজে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের কথা চিন্তা করে ৫ বছরের এমবিবিএস কোর্সে নেওয়া হচ্ছে মাত্র ৪ লাখ টাকা। এজন্য অনেকে ষড়যন্ত্র করছেন, কীভাবে এখানে এতো কম টাকায় পড়ানো হচ্ছে?’
 
মানবসেবা সবচেয়ে বড় সেবা- এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষ হিসেবে মানুষের দুর্দিন-সুদিনে এগিয়ে যেতে হয়। আজ দুইজনকে সম্মানিত করতে পেরে শুধু বসুন্ধরা গ্রুপ নয়, সারা দেশের মানুষ গর্বিত। কারণ ইস্ট ওয়েস্ট মিডিয়া কাউকে অনুমোদন করা মানে দেশের বিশাল সাংবাদিক সমাজ তাকে অনুমোদন করলো।

বসুন্ধরা চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে সিআরপি-এর প্রতিষ্ঠাতা ভ্যালোরি এ টেইলর বলেন, আজকের এই প্রাপ্তিতে আমরা খুবই আনন্দিত। জানিনা কী বলে তাকে ধন্যবাদ দেবো। সিরারপি নতুন নতুন প্রজেক্ট চালু করছে। এই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো।
 
বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ বলেন, আজ যে সম্মানিত করা হলো, এতে আমি গর্বিত। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা।
 
তিনি বলেন, এখন বাংলাদেশে ফান্ড কম আসছে, বেশিরভাগ টাকা চলে যাচ্ছে আফ্রিকায়। এই ক্রাইসিস পিরিয়ডে আপনারা আমাদের খুঁজে নিয়েছেন, এজন্য আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা।
 
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭/আপডেট: ১৮৫৪ ঘণ্টা
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।