ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রেলের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
রেলের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ঢাকা: রেলের অডিটর পদে অবৈধ নিয়োগের অভিযোগে ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামিরা হলেন, সিভিল অডিট অধিদফতরের বর্তমান মহাপরিচালক নজরুল ইসলাম, এ বি এম মফিজুল ইসলাম (বর্তমানে অবসরপ্রাপ্ত), জি এম মামুনুর রশিদ (বর্তমানে উপ-পরিচালক), এ এফ এম শহীদ উল্লাহ (ডিএফএ/পেনশন), আনিসুল হক (ডিএফএ/সদর) এবং অডিটর হোসনা আক্তার, ফারজানা সুলতানা, নুরুল আমিন, সঞ্চিতা সাদেক অপুর্ব বিশ্বাস, জিএম আবুল কালাম, মনিরুজ্জামান ও প্রদীপ কুমার সরকার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।



তিনি জানান, রেলের দুর্নীতির অভিযোগে গত বছরের ১০ মার্চ চট্টগ্রামের কোতোয়ালি (সিএমপি) থানায় মামলা করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক নাসির উদ্দিন তদন্তকালে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন চান। যার পরিপ্রেক্ষিতে কমিশন মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।