ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে অবৈধভাবে স্থাপিত করাতকল সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
রাজস্থলীতে অবৈধভাবে স্থাপিত করাতকল সিলগালা রাজস্থলীতে অবৈধভাবে স্থাপিত করাতকল সিলগালা

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে অবৈধভাবে স্থাপিত একটি করাতকল সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে ওই এলাকায় গিয়ে করাতকলটি সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুর রহমান। এসময় রাইখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই, বাঘমারা রেঞ্জ কর্মকর্তা শাহীন শাহ নওশাদ ও বাঙ্গালহালিয়া স্টেশন কর্মকর্তা কনক বড়ুয়া উপস্থিত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপিত করাতকলটি পরিচালনা করছে স্থানীয় কতিপয় ব্যবসায়ী। বনবিভাগ করাতকল বন্ধ রাখার জন্য বারবার তাগিদ দিলেও মালিকরা তা মানছিলেন না। পরবর্তীতে বনবিভাগ রাঙামাটির জেলা জজের কাছে অবৈধভাবে নির্মিত করাতকলটি বন্ধ করার জন্য একটি মামলা রুজু করে। এ পরিপ্রেক্ষিতে আদালত করাতকলটি সিলগালা করার লক্ষ্যে একটি অফিস আদেশ পাঠান। এর ধারাবাহিকতায় বিকেলে উপজেলা প্রশাসন করাতকলটি সিলগালা করে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।